প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ প্রতাপনগর ইউনিয়নের পাবলিকান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকাল বেলা ১০ টায় ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সাতক্ষীরার সরকারি কলেজ প্রভাষক ইদ্রিস আলী। প্রতাপনগর ইউনিয়নের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মুখী করতে এবং পাবলিকান পরিবারের মধ্যে আত্মিক সম্পর্ক তৈরির উদ্দেশ্যেই প্রতাপনগর ইউনিয়ন থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের আয়োজনে এসএসসি/দাখিল এবং এইচএসসি/আলিম শিক্ষার্থীদের অংশগ্রহণে দিকনির্দেশনামুলক সেমিনার ও পাবলিকানদের মিলনমেলা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।