আশাশুনি (প্রতাপনগর) প্রতিনিধি \ প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। গতকাল বেলা ৩ টায় ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতাপনগর ইউনিয়ন শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান। ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওঃ আল আমিনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা জামায়াত আমির উপাধ্যক্ষ মোহাম্মদ শহিদুল ইসলাম মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ—সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল আবসার মুরতাজা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আনোয়ারুল হক, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক শাহাজাহান আলী, জামায়াত নেতা মাওঃ কামরুজ্জামান টুকু, যুব বিভাগ মাওঃ আবু ছাঈদ, ইউসুফ জামিল, ছাত্র শিবির থানা দক্ষিণ শাখার সভাপতি মহিব বিল্লাহ, প্রমুখ। সম্মেলনে বক্তারা আগামী ২৬ শে ফেব্রুয়ারী উপজেলার বার্ষিক কর্মী সম্মেলনে সকাল ও বিকালের পুরুষ ও মহিলা কর্মীদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।