রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

প্রতাপনগর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন শাহ্ আলম সভাপতি ও আব্দুর রব সেক্রেটারী নির্বাচিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ প্রতাপনগর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি শেখ শাহ্ আলম, সাধারণ সম্পাদক আব্দুর রব ও সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রতাপনগর নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ শাহ্ আলম ও আলমগীর হোসেন (মাষ্টার)। ৪৯০ জন ভোটারের মধ্যে ৩১২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দুটি ভোট বাতিল হয়েছে। সভাপতি পদে শেখ শাহ আলম ১৮৬ নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে আব্দুর রব ও সাংগঠনিক সম্পাদক পদে ইমদাদুল হক নির্বাচিত হয়েছেন। ভোট পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার শেখ আব্দুর রশিদ। তাকে সহযোগিতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ও রবিউল আউয়াল ছোট। ফলাফল ঘোষণা করার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদস্যসচিব মশিউল হুদা তুহিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস। এদিকে প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান, সদস্য সচিব মোস্তফা হেলালুজ্জামান, যুগ্ম আহ্বায়ক কেসমতুজ্জামান তুহিন ও কারিমুজ্জামান এ কমিটিকে প্রত্যাখ্যান করে বলেন, প্রকৃত বিএনপির লোকজনকে বাদ দিয়ে মনগড়া পকেট কমিটি গঠন করা হয়েছে। আমরা এ কমিটি বাতিল এবং নতুন করে নির্বাচনের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com