প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ প্রতাপনগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সাধারণ ইউপি সদস্যা সদস্যদের ১ম মাসিক (মার্চ ২০২২) এর সম্মানি ভাতা প্রদান করা হয়েছে। সরকারি সেবা নিশ্চিত তথা ইউনিয়ন পরিষদ কে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ইউপি সদস্যদের অংশগ্রহণে গতকাল বেলা দুইটায় ইউপি চেয়ারম্যান কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে ইউপি সচিব খাইরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা শেষে যথা নিয়মে রেজিলেশনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ তহবিল থেকে প্রত্যেক সদস্যকে ৪৪০০/- (চার হাজার চারশত) টাকা করে ইউপি সদস্যদের হাতে মাসিক এ সম্মানি ভাতা প্রদান করেন ইউপি চেয়ারম্যান।