মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল কুরআন। শিক্ষার সমান বন্ধু নাই, রোগের সমান শত্রু নাই।ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল বেলা ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে অত্র মাদ্রাসা অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ বদরুল আলমের সভাপতিত্বে এ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনা মুলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাবেক হজ্জ কাউন্সিলর বাংলাদেশ দূতাবাস সৌদি আরব, বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব আলহাজ্ব মাওঃ মাকছুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সরকারি মাদ্রাসায় আলিয়ার মুহাদ্দিস আলহাজ্ব মাওঃ মেহেরুল্লাহ, মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক সহযোগী অধ্যাপক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ শফিকুল ইসলাম, প্রমুখ।