প্রতাপনগর আশাশুনি প্রতিনিধি: দক্ষিণ বঙ্গের হাজারো আলেমের উস্তাদ মরহুম আলহাজ্ব আল্লামা বুরহান উদ্দিন প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপনগর আবু বকর সিদ্দিক ফাজিল স্নাতক মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় অত্র মাদ্রাসা ময়দানে দাখিল পরীক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ঢাকা আলীয়া মাদ্রাসায় মুহাদ্দিস আলহাজ্ব মাওঃ জি এম মেহেরুল্লাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ বদরুল আলম, উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আকরাম হোসেন সানা, গোপানতালিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব মাওঃ নুরুল ইসলাম, সাবেক সহকারী শিক্ষক মাওঃ হায়াতুজ্জামান, আরবি প্রভাষক মাওঃ শফিকুল ইসলাম ও শহিদুল্লাহ, প্রমুখ। উল্লেখ্য অত্র মাদ্রাসা থেকে এবছর ৪৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে।