আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ দক্ষিণ বঙ্গের আলেমেদ্বীন হাজারো আলেমের উস্তাদ উস্তাদুল মোকরম মরহুম আলহাজ্ব আল্লামা বুরহান উদ্দিন সাহেবের প্রতিষ্ঠিত দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার। প্রাক্তন ছাত্র পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১০ টায় অত্র মাদ্রাসায় মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সরকারি মাদ্রাসায়ি আলিয়ার মুহাদ্দিস আলহাজ্ব মাওঃ মেহেরুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক সহযোগী অধ্যাপক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান, প্রতাপনগর এ পি এস ডিগ্রী কলেজ অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, গোপানতালি ফাজিল মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব মাওঃ নুরুল ইসলাম, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওঃ শফিকুল ইসলাম, এ পি এস ডিগ্রী কলেজ প্রভাষক মাওঃ শাহজাহান আলী, প্রতাপনগর এ পি এস ডিগ্রী কলেজের প্রভাষক মাওঃ আল আমিন, কুড়িকাহুনিয়া আয়শা সিদ্দিকা রাঃ মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওঃ রিয়াছাত আলী, সহকারী শিক্ষক আলহাজ্ব মাওঃ মুয়াজ্জাম হোসেন, নাংলা ডিজি কপোতাক্ষ দাখিল মাদ্রাসার সহ সুপার আলহাজ্ব মাওঃ কামরুজ্জামান টুকু, ফারুক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ শফিকুল ইসলাম, আল ফালাহ একাডেমী পরিচালক মাওঃ আবু ছালেহ, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, হাফেজ মাওঃ আবু বকর সিদ্দিক, প্রমুখ। উল্লেখ্য ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপনগর এ বি এস ফাজিল স্নাতক মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অনুষ্ঠান শেষে দেশের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও বিশ্বের সকল উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান।