প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার ৬৮ তম ইসালে সওয়াব মাহফিল আগামী ৯ ফাল্গুন ২১ ফেব্রুয়ারি সুষ্ঠু সুন্দর ভাবে পরিচালনার লক্ষ্যে অত্রালাকার হিতৈষী সুধীজনের অংশগ্রহণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান। পরামর্শ সভায় বিভিন্ন দিক নির্দেশনা মূলুক বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল আবসার মুরতাজা, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি জি এম মেহেরুল্লাহ, আলহাজ্ব মাওঃ এ কে এম রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোহরাব হোসেন, অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ বদরুল আলম, সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আব্দুল খালেক, অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান, অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি স ম আক্তারুজ্জামান, প্রভাষক আলহাজ্ব মাওঃ নুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্লাহ হাসান, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, ও প্রভাষক মাওঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে হাফেজ মাওঃ আফজাল হোসেন, তালতলা বাজার কমিটির সভাপতি আলহাজ্ব কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি সদস্য বৃন্দ, হাফেজে কোরআন, আলেমেদ্বীন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।