মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগর কপোতাক্ষ নদীর তীরে ডাংম্পিং নৌকা ডুবে অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি। প্রতাপনগর শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাটের দক্ষিণ অংশে গত শুক্রবার গভীর রাতের ভাটায় এ ঘটনা ঘটে। ডাংম্পিং নৌকাটি কপোতাক্ষ নদীর বেড়িবাঁধের ভাঙ্গন রোধে বালুভর্তি জিও বস্তা ডাম্পিং কাজে নিয়োজিত ছিল। দুর্ঘটনার রাতে গ্রাফি কাছি ডিলা থাকার কারনে নৌকাটি ভাটার স্রোতে ঘুরে যায়। নৌকায় থাকা মাঝি কিছু বুঝে ওঠার আগেই নৌকা বোটটি কাত হয়ে ডুবে যায়। গতকাল দুপুরের জোয়ারে তথা শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকা বোটটি উদ্ধার করতে প্রাণপণ চেষ্টা চলছে। নৌকা বোটটি ডুবে যাওয়ায় শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাটের দক্ষিণ অংশের ভাঙ্গন রোধে বালুভর্তি জিও বস্তা ডাম্পিং সাময়িক বন্ধ আছে।