প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি ॥ প্রতাপনগর কল্যাণপুরে বিএনপি কর্মীর উদ্যোগে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টায় বিএনপি কর্মী সাবেক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসেম আলী সরদারের বাসভবনে এ কম্বল বিতরণ করা হয়। বিএনপি কর্মী হাসেম আলীর নিজস্ব অর্থে, ব্যক্তিগত উদ্যোগে তাঁর কল্যাণপুর গ্রামস্ত বাসভবনে এলাকার দুইশত অসহায় দুস্থ শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। গ্রামের হত দরিদ্র দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন হাসেম আলীর পুতনি আছিয়া সুলতানা, নাতনি আফিয়া আফরিন। জামাতা ঢাকা ডিএমপি জোনের পুলিশ কর্মকর্তা আহসান উল্লাহ, সন্তান স্বেচ্ছাসেবক কারিউল।