আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ কল্যাণপুর বায়তুন নূর জামে মসজিদ কমিটির উদ্যোগে ১৭ তম বর্ষে দুই দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ও ৮ ফেব্রুয়ারি অত্র মসজিদ মাঠে এ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। তাফসির মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মসজিদ কমিটির সভাপতি মাওঃ আব্দুস সবুর। উৎসব ও জাগজমক পূর্ণ তাফসির মাহফিলের ১ম রাতে কুরআন হাদিসের আলোকে দিগ দার্শনিক গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন শায়খুল হাদীস গোপালগঞ্জের কৃতি সন্তান আলহাজ্ব আল্লামা ডঃ সৈয়দ নজরুল ইসলাম। আল কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হযরত আবু বকর সিদ্দিক রাঃ কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মনিরুল ইসলাম বেলালী। কোরআন হাদিসের তাফসির পেশ করেন আলহাজ্ব মাওঃ আবুল কাশেম। মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগ সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলি, ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক হারুন উর রশীদ। শেষ দিন কোরআন হাদিসের তাফসির কারক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন আলহাজ্ব আল্লামা আমিরুল ইসলাম বেলালী। প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওঃ আব্দুল মজিদ। উক্ত মাহফিলে তাফসির শেষে তামাম দুনিয়ার শান্তি সমৃদ্ধি ও মুরদানে মুসলিম মিল্লাতের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।