মাসুম প্রতাপনগর (আশাশুনি) থেকে \ প্রতাপনগর কোলা গ্রামের খোলপেটুয়া নদীর ভাঙ্গন ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা এগারোটায় এ বেড়িবাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। গত ১০ জানুয়ারী উলেখিত বেড়িবাঁধে আকস্মিকভাবে একশো বিশ মিটার স্থান জুড়ে ভয়াবহ ভাঙ্গন ধস নামে। ভাঙ্গন ধসের খবর বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও গনমাধ্যমে প্রকাশিত হলে তাৎক্ষণিক স্থানীয় নব নির্বাচিত জন প্রতিনিধিদের মাধ্যমে ভাঙ্গন রোধের কার্যক্রম শুরু হয়। কার্যকর ভাবে ভাঙ্গন ধস রোধে নতুন করে বেড়িবাঁধ নির্মাণ করতে তথা যাতে বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত না হয় সে জন্য উর্ধ্বতন রাজনৈতিক নেতৃবৃন্দের তদারকিতে পানি উন্নয়ন বোর্ডের এমার্জেন্সি অর্থ বরাদ্দে নির্মাণ কাজটি শুরু হয়েছে। ভারসুয়াল মুঠোফোনে যুক্ত হয়ে বেড়িবাঁধ নির্মাণ বেড়িবাঁধ রক্ষা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক (এম পি) প্রতাপনগর ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, প্রভাষক মাওঃ আব্দুর রউফ, শ্রীউলা ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু। সাবেক শ্রীউলা ইউনিয়ন যুবলীগ সভাপতি আলাউদ্দিন লাকি সহ স্থানীয় নব নির্বাচিত ইউপি সদস্য বৃন্দ রাজনৈতিক সচেতন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।