মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগর গোকুলনগরে ভেড়িবাঁধ ঘোগা হয়ে কপোতাক্ষ নদীর জোয়ারের চাপে ঝুঁকিপূর্ণ ভেড়িবাঁধ আকর্ষিক ভাবে বড়ো ঘোগা হয়ে পানি লোকালয়ে প্রবেশ করে ! বিকালে এলাকাবাসীর প্রচেষ্টায় ভাটায় ঘোগা ছিদ্র আটকে দিতে সক্ষম হয়েছে। গতকাল দুপুরের জোয়ারে প্রতাপনগর ইউনিয়নের গোকুল নগর ক্লাব ঘর সংলগ্ন স্থান থেকে নদীর এ ভেড়িবাঁেধ ঘোগা ছিদ্র হয়ে নদীর লোনা পানি লোকালয়ে প্রবেশ করার ঘটনা ঘটে। ইতোপূর্বে উক্ত ভেড়িবাঁধটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় বিরাজমান রয়েছে। জোয়ারের পানি প্রবেশ করে ধনের বিল প্লাবিত হয়ে যায়। ভাঙ্গন ঘোগার সন্নিকটে স্লুইচ গেট থাকায় প্লাবিত পানি খাল দিয়ে নদীতে বের করা সম্ভব হয়েছে। সে জন্য বড়ো ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে এখনো আতঙ্ক কাটেনি। কার্যকর ভাবে ভাঙ্গন ঘোগা ছিদ্র না আটকালে কপোতাক্ষ নদীর জোয়ারের চাপে যে কোন মুহুর্তে ঝুঁকিপূর্ণ এ ভেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে নদীর পানি প্রবেশ করে ধন্য ফসল ঘর বাড়ি সহ নানা ধরনের অপুরুনীয় ক্ষয়ক্ষতি করতে পারে। সে জন্য ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।