মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগর জলবায়ু পরিবর্তন বিষয়ক গণ সচেতনতা বৃদ্ধিমূলক মাঠ মহড়া প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় দুর্যোগ-জুকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায়। কারিতাস জার্মানী বিএমজেট এর অর্থায়নে কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের বাস্তবায়নে কারিতাস জার্মানী প্রতাপনগর ম্যানেজার শেখ কামাল হোসেনের সার্বিক পরিচালনায় গতকাল বেলা ৪ টায় কল্যাণপুর মৌজুদাল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মাঠ মহড়া প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক মৌজুদাল হক মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হারুন উর রশীদ, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তান উজ্জ্বল হোসেন। উপস্থিত ছিলেন দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, ইউপি সদস্যা আছিয়া খাতুন, ইউপি সদস্য রায়হানুজ্জামান, কল্যাণপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন সহ এলাকার সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্ব শ্রেণি পেশার নারী পুরুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। মাঠ মহড়া অনুষ্ঠানে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গণ সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন স্বচিত্র প্রদর্শনী করা হয়।