আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগর ইউনিয়নের দৃষ্টিনন্দনে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া খাতুন নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু লাভলু গাজীর মেয়ে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বসত ঘরের পাশের পুকুরে পড়ে যায় শিশু সুমাইয়া। খোঁজা খুঁজির একপর্যায়ে শিশুর লাশ পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে তালতলা বাজারের ডাঃ মাহবুবুর রহমানের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল আছরের নামাজ শেষে ফারুক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে সুমাইয়ার লাশ কবরস্ত করা হয়।