প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ প্রতাপনগর নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর আনুষ্ঠানিক অফিসিয়াল দায়িত্ব ভার গ্রহণ। গতকাল বেলা এগারোটায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ কক্ষে ও পরিষদ চত্বরে স্বাস্থ্য বিধি মেনে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এ দায়িত্ব ভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন গ্রাম ডাঃ উন্নয়ন সমিতির সভাপতি আলহাজ্ব জিয়াউল হক এনায়েত। পবিত্র কুরআন শরীফ খতম, সুধীজনের সংক্ষিপ্ত আলোচনা ও মহান আলাহর দরবারে বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর কাছে ইউনিয়ন পরিষদের দায়িত্ব সম্বলিত লিপিবদ্ধ ফাইল তুলে দেন ইউনিয়ন পরিষদের সচিব খাইরুল ইসলাম। এর আগে বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে সম্মেলন কক্ষে ৫ ম ধাপের ৫ জানুয়ারি ২০২২ ইউপি নির্বাচনে নির্বাচিতদের রাষ্ট্রীয় সফত পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের অফিশিয়াল দায়িত্ব ভার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রতাপনগর পুনর্গঠন উন্নয়নের দাবি দাওয়া তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ এ কে এম রুহুল আমিন, ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জেল হোসেন, ইউনিয়ন কৃষক লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিলাহ, ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার দাশ, ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ন আহবায়ক আফজাল হোসেন, ফারইস্ট ইসঃ লাইফ ইন্সুরেন্স কোম্পানী প্রতাপনগর ইনচার্জ মাওঃ আব্দুস সবুর, জামে মসজিদের পেশ ইমাম মাওঃ ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ময়নুদ্দীন ময়না, আল আমিন, আব্দুর রউফ, প্রমুখ। অনুষ্ঠানে নব নির্বাচিত ইউপি সদস্য সদস্যা ও এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্ব ধর্ম বর্ণ শ্রেণী পেশার সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।