প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে প্রতাপনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা পাঁচটায় ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তালতলা বাজার চৌরাস্তা পথসভার মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি শেষ হয়। কর্মসূচিতে প্রতাপনগর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে পথসভায় বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিনুর রহমান মিনু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স ম আক্তারুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহ্ আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুর রব, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, ও আলমগীর হোসেন মল্লিক, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাষ্টার আলমগীর হোসেন, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইউনিয়ন বিএনপির নেতা লিয়াকত হোসেন প্রমুখ।