মাসুম প্রতাপনগর (আশাশুনি) থেকে \ প্রতাপনগর রুইয়ারবিল গ্রামের বেড়িবাঁধে আকস্মিকভাবে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন প্লাবিত আতংকে আতংকিত হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী। ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড তথা উর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি করেন স্থানীয় সচেতন এলাকাবাসী। গত কয়েকদিন ধরে প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামের প্রবেশ দ্বারে বেড়িবাঁধে প্রায় ২০০ ফুট স্থান জুড়ে আকর্ষিক ভাবে এ ভাঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙ্গন ও কপোতাক্ষ নদীর জোয়ার ভাটার তুফানের আঘাতে আঘাতে বেড়িবাঁধ ভাঙ্গতে ভাঙ্গতে মূল বেড়িবাঁধের এক এর তিন অংশ নদী গর্ভে চলে গেছে। অতি দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে চরম মূল্য দিতে হতে পারে। ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে এভাবে থাকলে সামনে বর্ষা মৌসুম, কাল বৈশাখী ঝড়ো হাওয়া ও নদীর জোয়ার ভাটা বৃদ্ধিসহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলে এ স্থান থেকে বেড়িবাঁধ ভেঙ্গে কপোতাক্ষ নদীর জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা বিরাজমান রয়েছে। ইতোপূর্বে সাম্প্রতিক ঘুর্নিঝড় আম্ফান ও ইয়াস ঝড়ের কবলে প্রায় দুই বছর অত্র অঞ্চল কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর জোয়ার ভাটায় প্লাবিত হয়ে পানিবন্দি জীবন যাপন ছিল এলাকার জনসাধারণ। সে দুরাবস্থা আজও কাটিয়ে উঠতে পারিনি। ভাঙ্গন পয়েন্টে পরিদর্শনে যেয়ে দেখা যায় জিও ব্যাগের কম্বল দিয়ে ঢেকে ভাঙ্গন রোধের চেষ্টা করা হয়েছে। যাহা ভাঙ্গন রোধে কোন অবস্থাতেই কার্যকর নয়। তাই আবার নতুন করে যাহাতে এলাকা প্লাবিত না হয় সেজন্য ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড তথা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন গণ্যমান্য এলাকাবাসী।