আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরে ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবুল কালাম (৬০) আর নেই। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় স্টক জনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। কর্মময় পারিবারিক জীবনের পাশাপাশি আন্তরিকতা সততা স্বচ্ছতার সাথে তিনি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করেন। সহজ সরল সদালাপী এই নেতা কে হারিয়ে দলীয় কর্মীরা দুঃখ প্রকাশ করেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন গতকাল জোহর নামাযের পর প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজা নামাজ পূর্বে প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান। প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ এ কে এম রুহুল আমিন, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, পাতাখালি সিনিয়র মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওঃ আনোয়ারুল ইসলাম, যুবদল নেতা আব্দুল খালেক, শফিকুল ইসলাম সহ জানাজা নামাজে রাজনৈতিক দলীয় নেতা কর্মী বৃন্দ, আলেমেদ্বীন শতশত এলাকার মুসুল্লি বৃন্দ অংশগ্রহণ করেন।