প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি ঃ প্রতাপনগর হরিষ খালির বেড়িবাঁধে ভাঙ্গন ধংস ! আতংকিত এলাকাবাসী। ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সচেতন এলাকাবাসীর। গত কয়েক দিনের মধ্যেই প্রতাপনগর হরিষ খালির দক্ষিণ পশ্চিম বেড়িবাঁধে তিনটি পয়েন্টে প্রায় দুই শ ফুট বেড়িবাঁধ জুড়ে এ ভাঙ্গন ধংস লেগেছে। ইতিমধ্যে চর ভাঙ্গতে ভাঙ্গতে বেড়িবাঁধে ভাঙ্গন ধরা করেছে। এছাড়া আম্ফান ইয়াস ঝড়ের প্রেক্ষিতে নতুন বেড়িবাঁধ নির্মাণে স্লুইচ গেটটি অক্ষত অবস্থায় বেড়িবাঁধের বাহির ছিল। যাহা সবে মাত্র ভাঙ্গনে স্লুইচ গেটটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাঙ্গন মূল বেড়িবাঁধে ধংস দিয়েছে। এমতাবস্থায় বেড়িবাঁধ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে আবারও প্লাবিত হতে পারে প্রতাপনগর।