দৃষ্টিপাত রিপোর্ট ॥ বিশ্বের অনন্য অসাধারন সৌন্দর্য আর অপরুপ রুপের অধিকারী সুন্দরবন। নানান ধরনের জীব বৈচিত্রের অবারিত ক্ষেত্র এই প্রিয় সুন্দরবন। দেশের সম্মান, মর্যাদা আর গৌরবের পাদপিঠ সুন্দরবনের সৌন্দর্য দিনে দিনে ফিকে হতে চলেছে। জীব বৈচিত্র চরম হুমকির মুখে। সুন্দরবন দৃশ্যতঃ বাঘের সম্রাজ্য বা বাঘের বন হিসেবে পরিচিত। এই বনে হিংস্র মানুষ খেকো বাঘের বসবাস। বাস্তবতা হলো এক শ্রেনির বন খেকোদের অশুভ অপতৎপরতায় বনের রাজা বাঘ নিজেই নিরাপত্তাহীনতায়, জীবন শঙ্কায়, সুন্দরবনের অতন্ত্রপ্রহরী হিসেবে বাঘের পরিচিতির শেষ নেই সেই বাঘ চোরাশিকারীদের যাতাকলে পৃষ্ট। এক শ্রেনির শিকারীরা বনের সৌন্দর্য আর সুন্দরের প্রতিমুখ মায়াবী হরিন নিধন করে চলেছে প্রকৃতির অপরুপ সৃষ্ট আমাদের প্রিয় সুন্দরবনের অভ্যন্তরে প্রতি সময়ে বনজীবিদের বসবাস অর্থাৎ বিচরন,বনজীবীরা সুন্দরবনের কল্যানে জীবন জীবীকা নির্বাহ করে থাকে। তথ্যানুসন্ধানে জানা গেছে বনজীবীর আড়ালেএক শ্রেনির চোরা শিকারীরা হরিন,বাঘ, পাখি,সাপ সহ নানান ধরনের অস্ত্র বা শিকার যন্ত্র (ফাঁস) নিয়ে প্রবেশের অনুমতি না থাকলেও এ ক্ষেত্রে তাই ঘটছে। অভিযোগ উঠেছে এক শ্রেণির দুর্ণিতীগ্রস্থ বন রক্ষায় নিয়োজিতদের যোগ সাজসে চোরা শিকারী অস্ত্র সহ শিকার যন্ত্র নিয়ে প্রবেশ করে থাকে। বৃক্ষ নিধনতো অবলিলায় চলছে। সুন্দরবনের অভ্যন্তরে চোরা শিকারীরা এতটুকু বেপরোয়া যে তাদের অপতৎপরতায় বাঘ ও অসহায়। বাঘের বাচ্চা শিকারীরা শিকার করেছে এবং তা জীবন্ত। উক্ত বাঘের ছানা আইন প্রয়োগকারী সংস্থা উদ্ধারও করেছে। জানাগেছে শিকারী চক্র বাঘের ছানা জীবন্ত ধরলেও বড় বাঘ জীবন্ত ধরার সুযোগনা থাকায় বিভিন্ন ভাবে শিকার করেথাকে। এক্ষেত্রে ফাঁস,বিষ মিশ্রিত খাদ্য,গুলির ব্যবহার। বাঘের চামড়া,দাঁদ, হাড় সহ অপরাপর অঙ্গ প্রত্যঙ্গ অনেক বেশী মূল্যে বিক্রি হওয়ায় শিকারী চক্রের সর্বাধিক দৃষ্টি বাঘের প্রতি। চিত্রা আরমায়াবী হরিন শিকারের অন্যতম প্রধান উদ্দেশ্য হরিনের মাংস হরিনের চামড়া ওসিং। তথ্যানুসন্ধানে জানাগেছে সুন্দরবনের হরিনের নাম করে সুন্দরবন সংলগ্ন এলাকার কেউ কেউ মরা গরুর অথবা বাছুরের মাংস তেতুল বা কেওড়া দিয়ে টক টক পরিস্থিতি সৃষ্টি করে বিক্রি করে যে কারনে বর্তমান সময়ে হরিনের চামড়া সহ মাংসের চাহিদা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সুন্দরবন আমাদের সম্মান আর প্রয়োজনের বরপুত্র। উপকুলীয় এলাকাকে প্রকৃতির নিষ্ঠুরতা হতে রক্ষা করে চলেছে সুন্দরবন, আমাদের প্রিয় সুন্দরবনকে সুন্দর রাখতে হবে। আর এ ক্ষেত্রে সর্বাধিক যে বিষয়টি আমলে আনতে হবে তা হলো বাঘের নিরাপত্তা বাঘের খাদ্য ঘাটতি পুরন, সুন্দরবনের বিশেষ এলাকাতে বাঘের অভয়ারান্য নিশ্চিত করা। হরিনের জন্যও বিশেষ আবাস ও নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করা। আমাদের গৌরবের ছোয়া সুন্দরবনকে সুন্দর রাখতে হবে এটাই প্রত্যাশা।