স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা থেকে বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ব্যান্ডেল প্রতিনিয়ত চুরি হচ্ছে। খোঁজ খবর নিয়ে জানাগেছে, দৈনিক দৃষ্টিপাত পত্রিকা প্রতিদিন রাত চারটার পর থেকে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি খুলনা যশোরের পত্রিকা বিলিবন্টনকারীদের পাঠানো হয়। কখনো ঢাকা গামী পরিবহন লোকাল বাস, মাহেন্দ্র, ইজিবাইক ও লেগুনায় এ সকল কাগজ সরবরাহ করা হয়। দীর্ঘদিন স্ব স্ব এলাকা পত্রিকা বিলি বন্টনকারীরা নির্দিষ্ট সময় পত্রিকা পেলেও স¤প্রতিকালে তারা পত্রিকা পাচ্ছে না। ফলে পত্রিকা নিয়মিত পাঠকদের কাছে পৌছাতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। আরও জানা গেছে পত্রিকা অফিস থেকে বিভিন্ন পরিবহনে কাগজের ব্যান্ডেল তুলে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করা মাত্রই কিছু অপরিচিত লোক পত্রিকার ব্যান্ডেল চুরি করে নামিয়ে নিয়ে যায়। সাতক্ষীরার বিভিন্ন সড়কে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। পত্রিকা ব্যান্ডেল কখনো সঙ্গীতার মোড় কখনো মেডিকেল কলেজের সামনে নতুবা বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে নামিয়ে নেওয়া হচ্ছে। এখানেই শেষ নই আশাশুনি, কলারোয়া, ও পাটকেলঘাটা সড়কেও এমনি ভাবে কাগজ নামিয়ে নেওয়া হচ্ছে। চুরি ঠেকানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন দৃষ্টিপাত পরিবার।