ইংল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া পেসারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। সেমিফাইনাল নিশ্চিত হলেও আপাতত প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না ইয়ানসেন। সেমির চার দল নিশ্চিত হলেও এখনো চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ। দুবাইয়ে ভারত—নিউজিল্যান্ড ম্যাচ শেষেই জানা যাবে সেমির লাইনআপ। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিংয়ে তিন উইকেট শিকার করেছেন মার্কো ইয়ানসেন, যা তাকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কার। এখনই সেমিফাইনাল নিয়ে ভাবতে চান না এই অলরাউন্ডার। ম্যাচশেষে তিনি বলেন, ‘‘আমি এখন শুধুই ঘুমাতে চাই। আগামীকাল চিন্তা করব এটা নিয়ে। আপাতত বিশ্রাম নেব এবং এই জয়টা উপভোগ করব।’’ ৭ ওভার বল করে ৩৯ রানে তিন উইকেট শিকার করেন ইয়ানসেন, ফিরিয়েছেন ফিল সল্ট, জেমি স্মিথ, বেন ডাকেটদের। তিন উইকেটের পাশাপাশি ইয়ানসেন ধরেছেন তিন ক্যাচ। সবমিলিয়ে নিজের পারফরম্যান্সে তৃপ্ত এই পেসার। ‘‘খুবই ভালো লাগছে। বোলিংয়ের কথা চিন্তা করলে এই কন্ডিশনে বোলিং করা সহজ কাজ না। কোনো সুইং ছিল না। তাতে আমার খুব একটা ভালো লাগেনি। তবে আমার পারফরম্যান্স নিয়ে আমি খুশি।’’ ম্যাচে হ্যারি ব্রুকের হ্যারি ব্রুকের দুর্দান্ত এক ক্যাচ ধরেছেন ইয়ানসেন। লং অন থেকে ২৮ মিটার দৌড়ে ডিপ মিড উইকেটে পৌঁছে বল তালুবন্দী করেছেন তিনি। ব্রুকের ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বলেন, ‘‘‘শুধুই কি ২৮ মিটার? আমি বলটা ওপরে উঠতে দেখলাম এবং বেশি কিছু চিন্তা করিনি। বলের কাছাকাছি কীভাবে যাওয়া যায়, সেটা নিয়ে ভেবেছি। ভাগ্য ভালো যে দ্রুত বলটা ধরতে পেরেছি।’’