রতনপুর থেকে রেদোয়ান মামুন ॥ রতনপুর ইউনিয়নে কাটুনিয়া গ্রামে মেয়ারাজ হোসেনের পুত্র প্রতিবন্ধি আলামিন কাটুনিয়া রাজবাড়ী কিন্ডার গার্টেন স্কুলে কেজি ওয়ান শ্রেণিতে ভর্তি হলেও আর্থিক সংকটে লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। তার পিতা প্রতিনিধিকে জানান তিনি একজন দরিদ্র দিনমজুর মাত্র ৩ শতক ভিটা জমিতে তার বসবাস। অতি কষ্টে সংসার চলে তার। ছেলেটি জন্মগত শারীরিক প্রতিবন্ধি হলেও মেধা থাকার কারণে লেখাপড়া করার ইচ্ছা তার। তার ছোট ভাইটি ও শারীরিক প্রতিবন্ধি। বর্তমানে আলামিনের ইচ্ছা থাকার কারণে কাটুনিয়া রাজবাড়ী কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহসিন হোসেন তার পড়াশুনার দায়িত্ব গ্রহন করেন। কিন্তু তার পরিবারে আর্থিক সংকট এতই যে, আলামিনের পড়াশুনার অন্যান্য খরচ যোগাতে হিমশিম খাচ্ছে তার পিতা। প্রধান শিক্ষক মোঃ মহসিন হোসেন এর এ উদ্দোককে স্বাগত জানালেও আর্থিক সংকট নিরসনে সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় চেয়ারম্যান ও বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর জন্য মোবাইল নং ০১৯২৬-৭৮৮২১৫ বিকাশ (বাবা)।