আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের শরাপপুর গ্রামের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তৈয়েবুর রহমান (১৫)কে হুইলচেয়ার উপহার দিলেন ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন। বুধবার বিকেল ৫টায় ইউপি সদস্য আলমগীর হোসেনের শরাপপুরস্থ বাড়িতে প্রতিবন্ধী তৈয়েবুর রহমানের পিতা-মাতার কাছে এ উপহার তুলে দেন শোভনালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ আবু বকর ছিদ্দিক। প্রতিবন্ধী তৈয়েবুর শরাপপুর গ্রামের মৃত আবু বকর সরদারের কন্যা সাহিদা খাতুনের পুত্র। এসময় ইউপি সদস্য আলমগীর হোসেন, শিক্ষক মাওলানা হাসিবুর রহমান, মনিসহ তৈয়েবুরের পিতা ও মাতা উপস্থিত ছিলেন। ছেলের জন্য হুইলচেয়ার পেয়ে আবেগ আপ্লুত তৈয়েবুরের মা সাহিদা খাতুন বলেন, হুইলচেয়ার পেয়ে আমরা যে কত উপকৃত হয়েছি এটা শুধু তারাই অনুধাপন করতে পারবে যাদের ঘরে তৈয়েবুরের মত প্রতিবন্ধী সন্তান আছে। ইউপি সদস্য আলমগীর হোসেনের মত সমাজের অন্য বিত্তবানরা এগিয়ে আসলে আমার মত বহু মায়েরা উপকৃত হবে বলে তিনি দাবি করেন।