কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ প্রতিবন্ধী শিশুরা সামাজের বোঝা নয়, তারা আমাদের কারোর না কারোর সন্তান। তাদের পরিচর্যা করে সম্পদে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য যে সকল কর্মকান্ডে নিরলসভাবে করে যাচ্ছেন, তা বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কয়রা-পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ কালে একথা বলেন। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের বিগত দিনে অবহেলা করা হলেও বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের শতভাগ ভাতার আওতায় আনায় কয়রায় সকল প্রতিবন্ধী মাসিক ভাতা পাচ্ছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল শুধু বাংলাদেশে নয় গোটা এশিয়া মহাদেশে অটিজম শিশুদের নিয়ে কাজ করায় আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছেন। যে কারনে বাংলাদেশে প্রতিবন্ধীদের শতভাগ ভাতার আওতায় আনতে সম্ভব হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কতৃক প্রদত্ত ১১ জন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার ও ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা করেন সংসদ সদস্য। উক্ত প্রতিবন্ধী শিশুরা কয়রা সদরের শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যাান এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ^াস, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুলাহ আল মাহমুদ, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ প্রমুখ।