বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় দুস্থ ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ৭ এপ্রিল রবিবার সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলার ভুরুলিয়া নাগবাটী প্রধান কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মানব উন্নয়ন সংস্থার কর্মকর্তা-সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুফলভোগী পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে আলহাজ্ব জালাল উদ্দিন সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুস্থ ও সুবিধাবঞ্চিত ২২০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, চাউল, ডাল, আলু পেঁয়াজ, তেল ও সাবান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার সভাপতি তাপস কুমার মন্ডল, নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান, ম্যানেজার আঃ রাজ্জাক, অডিটর মোঃ হাফিজুর রহমান, ইউপি সদস্য শাহানারা বেগম, ইউপি সদস্য আবু জাফর প্রমুখ।