স্টাফ রির্পোটার ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ। তিনি শনিবার রাতে মন্ত্রীর মিনিষ্ট্রি পার্কের বাসভবনে স্বাক্ষাতে মিলত হয়। এ সময় মন্ত্রী মহোদয় আগরদাঁড়ী এবং শিবপুর ইউনিয়নের বিভিন্ন মানুষের খোঁজ খবর নেন এলাকার জনসাধারনের শুভেচ্ছা জানান ও ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার এবং ওমিক্রন থেকে রক্ষা পাওয়ার জন্য জনসচেতনার সৃষ্টির পরামর্শ দেন।