রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন করলো কপিলমুনি কলেজ ছাত্রলীগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

কপিলমুনি প্রতিনিধি \ ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন করেছে কপিলমুনি কলেজ ছাত্রলীগ। এ উপলক্ষ্যে বুধবার সকালে পাইকগাছা উপজেলার কপিলমুনি কলেজ শাখার উদ্যোগে কপিলমুনি কলেজ মাঠ প্রাঙ্গণে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় কপিলমুনি কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন বাবু বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা সপরিবারে নিহত হওয়ার পর ছিনতাই হয়ে যায় স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক ধারা। ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা (বর্তমান প্রধানমন্ত্রী) দেশে ফিরে স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে আন্দোলনের সূচনা করেন। ছাত্রলীগ ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনা’র নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে। এসময় উপস্থিত ছিলেন, কপিলমুনি কলেজ ছাত্রলীগের খন্দকার সাইবুর রহমান পাপ্পু, জি এম ইসলাম, খাইরুল ইসলাম রিমন, ইমরান, শেখ আকাশ, সৌরভ, মারুফ, ইমন, শাকিব, বাবু, কাজল অমৃত মোনো, অমিত, নাজমুল, সুজয় ও শিমু হাজরা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com