কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলের নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। (১৩ মার্চ) বৃহস্পতিবার সকাল ৯টায় নাজিমগঞ্জ বাজার সংলগ্ন নিজস্ব জমিতে নির্মাণ কাজের অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। পরবর্তী দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রত্যয় আইডিয়াল স্কুলের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম রেজার সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু, আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মহসিন আলী, প্রত্যয়ের গ্রুপের চেয়ারম্যান আজগার আলী, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, সমাজসেবক আব্দুর রব, শেখ আবু তাহের, হাফেজ খাইরুল বাশার, স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও সহকারী শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিনিধিকে জানান, প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণ কাজ আগামি ৬ মাসের মধ্যে শেষ করা হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নতুন ভবন নির্মাণের মধ্যদিয়ে উপজেলায় বেসরকারি পর্যায়ে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে।