শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

প্রথম ঘণ্টাতেই শেষ রেলের ১৪ হাজার টিকিট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪

এফএনএস: ঈদ যাত্রার ট্রেনের ষষ্ঠ দিনের ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে প্রথম ঘণ্টাতেই। আগামী ৮ এপ্রিলের পশ্চিমাঞ্চলের ১৫,৮৯০ টি টিকেট বিক্রি হচ্ছে। মঙ্গলবার সহজ.কমের চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ দেবনাথ এ তথ্য জানান। এ দিনের পশ্চিমাঞ্চলের টিকিট পেতে রেল সেবা অ্যাপে প্রথম আধা ঘণ্টাতেই (সকাল ৮ থেকে সাড়ে আটটা) হিট পড়েছে ১ কোটি ২৮ লাখ। একটি টিকিটের জন্য গড়ে ৮০৫ জন যাত্রী চেষ্টা করছেন। অন্যদিকে বেলা দুই টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে। এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে। ঈদ যাত্রাকে ঝামেলাহীন, নিরাপদ রাখার জন্য সকল ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান মাসুদ সারওয়ার। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com