বিশেষ প্রতিনিধি \ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড ও সফলতা তৃণমূলে পৌঁছে দিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৫ টায় শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রাম কলোনীতে প্রধান অতিথি হিসেবে উঠান বৈঠক করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে নানান শ্রেনীপেশার নারী, পুরুষ ও শিশুরা ঢল নামে এবং মিলন মেলায় পরিণত হয়। উঠান বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানান উন্নয়ন কর্মকাণ্ডের কথা শুনতে অধীর আগ্রহে বসে থাকতে দেখা যায় বিভিন্ন বয়সের নারী ও বয়োবৃদ্ধদের। এ সময় তৃণমূলের সাধারণ মানুষ তাদের মনের কথা, বিভিন্ন চাওয়া পাওয়া তুলে ধরেন সংসদ সদস্যর নিকট। এসময় এমপি জগলুল হায়দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের উন্নয়নের মডেল। তার সময়ে বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে বিগত কোন সরকারের আমলে এমন উন্নয়ন হয়নি। শেখ হাসিনার দৃঢ়তার কারণেই আজ বাংলাদেশ করোনা মুক্ত হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই, বযস্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ ১৪ রকমের সরকারী সহযোগিতা পাচ্ছেন এদেশের কোটি কোটি জনগণ। আজ বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্র। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। দেশের উন্নয়নের সঙ্গে থাকুন শেখ হাসিনাকে সমর্থন দিন। শেখ হাসিনাকে আমরা আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। উক্ত উঠান বৈঠকে শ্যামনগর সদর ইনিয়নের ইউপি সদস্য মিসেস দেলোয়ারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব ও শ্যামনগর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, রমজাননগর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল, ব্যাবসায়ী মোঃ ফিরোজ হোসেন, যুবলীগ নেতা ফেরদৌস হায়দার, যুবলীগ নেতা হাসানুজ্জামান, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, মোঃ শামীম হোসেন, সদর ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।