স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার আসামী সাবেক এম.পি বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের হাইকোট হতে দেওয়া জামিন প্রত্যাহার করা হয়েছে। গত ২৮ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ হাবিবুল ইসলাম হাবিব কে জামিন দেন। পরবর্তিতে ২৫ মে একই বেঞ্চ উক্ত জামিন প্রত্যাহার করে। ২০০২ সালে ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে দেখে ফিরে যাওয়ার পথে কলারোয়ায় তার গাড়ী বহর সন্ত্রাসী হামলার শিকার হয়। গত ২১ সালের ৪ ফেব্র“য়ারী সাতক্ষীরায় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালত হাবিবুল ইসলাম হাবিব কে ভিন্ন ভিন্ন ধারায় ১০ বছরের সশ্রম কারাদন্ড ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের বিনাশ্রম দারাদন্ডের আদেশ প্রদান করেন। পরবর্তিতে সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমানের আদালতে হাবিবুল ইসলাম হাবিব ৪০/২১ নং ক্রিমিনাল আপিল আবেদন করলে তা নামঞ্জুর করে গত ৪/২/২১ তারিখে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ুন কবীরের আদালতে আদেশ বহাল রাখেন। আপীল না মঞ্জুর এবং সাজা বহাল রাখার আদেশ প্রদানের পাশাপাশি বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত বিচারিক সময়োপোযোগী এবং জ্ঞানগর্ভ বিচারিক পর্যবেক্ষণ দেন, যা রাষ্ট্রীয় ক্ষমতা অনৈতিক ভাবে ব্যবহার, স্বেচ্ছাচার এবং স্বেচ্ছাচারিতার পরিনতি যে ভোগ করতে হয় তা পর্যবেক্ষনে স্পষ্ট হয়েছে। বিজ্ঞ আদালত পর্যবেক্ষনে বলেন স্বীকৃত যে, মামলার প্রধান ভিকটিম জননেত্রী শেখ হাসিনা ঘটনার সময় রাষ্ট্রের সদ্য সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী। স্বাভাবিক ভাবেই মামলার প্রধান ভিকটিম জননেত্রী শেখ হাসিনা তৎকালীন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী হওয়ায় তার অফিস ও সরকারি বাসস্থান রাজধানী ঢাকাতে। রাজধানী ঢাকা হতে প্রায় ৩০০ কিলোমিটার দুরে একটি মফস্বল শহরে একটি মানবিক কাজ শেষে (সাতক্ষীরা সদর হাসপাতালে একজন বীর মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে এসে) ফেরার পথে আসামীদের দ্বারা সংঘটিত এমন ঘটনা ধিক্কার জনক ও চরম নিন্দনীয়। ইহা কেবলই একটি দন্ডনীয় অপরাধ নয় বরং দেশের রাষ্ট্রাচার, মানবিকতা, নৈতিকতা ও সৌজন্য বোধ এর ক্ষেত্রে চরম কুঠারাঘাত। অধিকন্ত আসামী মোঃ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা জেলার তালা- কলারোয়া আসনের তৎকালীন একজন জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদ সদস্য হয়েও উক্ত সময়ের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের আগ্নেয়াস্ত্র সহ হামলার ঘটনার নেতৃত্ব দেওয়া সন্দেহাতীত ভাবে প্রমান করে আসামী/আপিলকারী মো: হাবিবুল ইসলাম হাবিব জেনে বুঝে দেশের প্রচলিত আইন কানুন লংঘন করে যা একেবারেই অনভিপ্রেত।