মীর আবুবকর \ সাতক্ষীরার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ীবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক যুবদলের সভাপতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কারা হেফাজতে শনিবার গভীর রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। মৃত কলারোয়া যুবদলের সাবেক সভাপতি ও তুলসী ডাঙ্গা গ্রামের কাওসার আলীর পুত্র জাভিদ রায়হান লাকী (৪৫)। সাতক্ষীরা জেলা কারাগারের জেলর মামুনুর রশিদ জানান, জাভিদ শেখ হাসিনার গাড়ীবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী হিসেবে কারাগারে ছিলেন। সে দীর্ঘদিন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অবাস সহ বিভিন্ন রোগে ভুগছেন। দুই দফায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খুলনা মেডিকেলের ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ সেবন করতেন। গত ২৪ অক্টোবর শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে সদর হাসপাতাল পরে সামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল গভীর রাতে তার মৃত্যু হয়। সামেক হাসপাতালের পরিচালক ডাঃ কুদরাত এ খোদা জানান, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ নিয়ে সামেকে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকে গভীর রাতে তিনি মারা যান।