স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রীর ঘোষিত টিসিবির পন্য বিতরনের গতকাল বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল সেন্টারে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইচ চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, এস এম আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল কাদের, মোঃ লুৎফর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ আলা উদ্দীন, মোঃ মহিদুল ইসলাম প্রমুখ। সভায় আগামী ২০ মার্চ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলাকে বিজয়ী করার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা ও আগামী রবিবার টিসিবির পন্য বিতরণ করার লক্ষ্যে সকল চেয়ারম্যানদের কে শুক্রবারের মধ্যে কার্ড প্রস্তুত করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।