শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় গবেষণা জোরদার হয়েছে: বিএসএমএমইউ উপাচার্য

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

এফএনএস: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপের কারণে দেশের কৃষির পাশি স্বাস্থ্য গবেষণাও জোরালোভাবে শুরু হয়েছে। বিএসএমএমইউতে তার নির্দেশনায় গবেষণা জোরদার করা হয়েছে। এরইমধ্যে আমরা গবেষণা করে স্বল্পমূল্যে করোনাভাইরাস পরীক্ষার কিট উদ্ভাবন করতে সক্ষম হয়েছি। গতকাল বুধবার বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ‘ন্যাসভ্যাক স্মার্ট ড্রাগ ফর স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে এক বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সপ্তমবারের মতো এই বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করে বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটি। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মাসুদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহাতাব আল মামুন স্বপ্নীল। অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সামনের দিনগুলোতে গবেষণার মান ও সংখ্যা বাড়াতে এ ধরনের সম্মেলন বেশ কাজে লাগবে। রোগ প্রতিরোধ ও প্রতিষেধকের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিগগির মেডিকেল জেনেটিক বিভাগ চালু করা হবে। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের লিভার বিষেশজ্ঞরা কিউবা ও জাপানের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে হেপাটাইটিস বি’র চিকিৎসায় এই ইমিউনথেরাপি উদ্ভাবন করেছেন। এটি বাংলাদেশ ও জাপানে পরিচালিত ফেইজ-১,২ ও ৩ ক্লিনিক্যাল ট্রায়ালে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। ন্যাসভ্যাক নিয়ে পরিচালিত গবেষণার ওপর ভিত্তি করে এ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে ২০টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে, যা প্রশংসার দাবি রাখে। এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণকারী চিকিৎসা বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা পারস্পরিক অভিজ্ঞতা ও বিনিময়ের মাধ্যমে পেশাগত উৎকর্ষ বৃদ্ধি ও দেশে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে মত প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. সেলিমুর রহমান। বিশেষজ্ঞ হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ইহিম বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলোজি বিশেষজ্ঞ ডা. জুলিয়া সিজার এগুলার রুবিডো। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হারিসুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com