স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হার্টে ছিদ্র শিশু লামিয়ার চিকিৎসার জন্য ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা বৌ বাজার এলাকার বাসিন্দা মোঃ বাপ্পির শিশু কন্যর আর্থিক সহায়তার চেক প্রদান করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা বাপ্পি তার শিশু কন্যার চিকিৎসার জন্য অর্থের অভাবে দিশাহারা হয়ে পড়ে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে অসহায় পরিবারের কাছে যাই। পরে প্রধানমন্ত্রী পক্ষ থেকে শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সমাজের বিত্তবানদের ওই শিশুর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি।