বিশেষ প্রতিনিধি \ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছেন। গতকাল ৩ জুন শনিবার বিকেল ৫ টায় বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ উপজেলা শাখার আয়োজনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে একটি মিছিল ঈশ্বরীপুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্ট্যান্ড চত্বরে প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার হত্যার হুমকি প্রদানকারী রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের ফাঁসীর দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপজেলা তরুন লীগের সভাপতি আব্দুল আলীম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জি এম শফিউল্লাহ। এ সময় তিনি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার হুমকি প্রদানকারী আবু সাঈদ চাঁদকে দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসি দেওয়ার দাবি করেন। সময় উপযোগী উন্নয়নমূলক বাজেট প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় তরুন লীগের সদস্য মোঃ অনিক বাবু, উপজেলা তরুল লীগের সাধারণ সম্পাদক শেখ নাজমুল আলম, মোঃ সাগর গাজী, মোঃ সজল হোসেন, মোঃ আলমগীর হোসেন প্রমুখ।