স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলা আলীগের তথ্য ও গবেষনা সম্পাদকএবং খুলনা ৫ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার বলেছেন, খুলনার সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে হবে।নেত্রীর প্রতি আমাদের বিশ্বাস আস্থা ও ভালবাসার জানান দিতে হবে। এই জনসভা নৌকা বিজয়ের জনসভা। সকলকে ঐক্যবদ্ধ হয়ে হয়ে যথাসময়ে জনসভায় যোগদান করতে হবে। গতকাল ডুমুরিয়া উপজেলার মাগলরখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আমুড়বুনিয়া বাজারে, সাহস ইউনিয়নের গজেন্দ্রেপুর ও কুকিয়া ওয়ার্ড আলীগের কার্যালয়ে পৃথক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মাগুরখালী ইউনিয়ন আলীগের নেতা অমরেন্দু রায়, ইউপি সদস্য অনুকুল মন্ডল, দীপংকর ঢালী, যুবলীগের নেতা ডাবলু মন্ডল, উপজেলা মৎস্যজীবী লীগ সহ সভাপতি শেখ হারুনুর রশিদ, সজল মন্ডল, সাবেক ইউপি সদস্য শুভ মন্ডল, প্রধান শিক্ষক বিকাশ সরকার, অবঃ প্রাপ্ত শিক্ষক পঞ্চানন সরকার। এ ছাড়াও গতকাল রাতে সাহস ইউনিয়নের কুকিয়া ও গজেন্দ্রপুর আলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আলীগের নেতা অজয় সরকার খুলনার সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আলীগের সভাপতি শেখ আব্দুল জলিল, সাবেক সভাপতি রাকিব ফকির, সাংগঠনিক সম্পাদক খালেক গাজী, যুগ্ন সাধাঃ সম্পাদক ফারুখ হোসেন, আলীগের নেতা অভিজিৎ মন্ডল, এফ এম কামাল ফকির, মৎস্যজীবি লীগের সাধাঃ সম্পাদক আব্দুল হামিদ খান,সাহস ইউনিয়ন যুবলীগ নেতা মোল্যা আবুল কাশেম,খুলনা জেলা শ্রমিক লীগ আইন বিষয়ক সম্পাদক শেখ আবু হান্নান, ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি এস এম তোফায়েল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।