স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলা সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে। সে কলারোয়া উপজেলা কয়লা গ্রামে বাসিন্দা আব্দুল লতিফ সানার পুত্র আব্দুর সাত্তার সানা (৫৮)। সাতক্ষীরা কারাগারের সুপার আবু তাহের দৃষ্টিপাতকে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার আসামী আব্দুর সাত্তার সানা ২০২১ সালে সাজাপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা কারাগারে ছিলেন। গতকাল রাত্র ৮টায় হঠাৎ শ্বাসকষ্ট হলে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম জানান, আব্দুর সাত্তার হাসপাতালে পৌছানোর পূর্বে মৃত্যু হয়েছে। তবে কখন মৃত্যু হয়েছে সেটা বলা সম্ভব নয়।