স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র বিস্ফোরক আইনের ২টি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে সাফাই সাক্ষ্য দিলেন সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউলাহ আমান। গতকাল বেলা সাড়ে ১০টায় সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ আদালতের বিচারক বিশ্বনাথ মন্ডলের আদালতে স্বাক্ষ্যদেন সাবেক এই মন্ত্রী। সাক্ষ্য গ্রহন শেষে আদালতের বিজ্ঞ বিচারক আগামী ৭ ফেব্র“য়ারী মামলার পরবর্তী সাফাই সাক্ষোর জন্য দিন ধার্য করেছেন। এসময় আদালতে প্রধান আসামী সহ ৩৯ আসামী উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ বলেন, এ মামলায় আসামী পক্ষের ২৩ জন সাফাই সাক্ষ্য দিতে আবেদন করেছেন। গতকাল বিএনপি নেতা আমানউলাহ আমান সহ ২ জন সাফাই সাক্ষী দিয়েছেন। এই মামলায় কারাগারে রয়েছে ৩৯ জন, ৯ জন পলাতক। ইতিমধ্যে মারা গেছেন ২ জন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এড. আব্দুল মজিদ, এড. শাহানা আক্তার বকুল প্রমুখ। উলেখ্য ২০০২ সালে ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতক্ষীরা থেকে কলারোয়া হয়ে ঢাকায় ফেরার পথে গাড়ি বহরে হামলা হয়। এঘটনায় সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব সহ নেতাকর্মীদের নামে মামলা হয়।