দেবহাটা অফিস ॥ দেবহাটার নোয়াপাড়া ইউনিয়নের বেজোরআইট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ গতকাল অশ্র“সিক্ত ছিল। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এলাকার কৃমি সন্তান মোঃ আনিছুর রহমানকে অবসর জনিত কারনে বিদায় দিলো এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছে। একই অনুষ্ঠানে সহকারী শিক্ষক মহিনুর রহমানকে ও অবসর জনিত বিদায় জানালো শিক্ষক, শিক্ষার্থী ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসি। বিষাদময় আবার আলোক উজ্জ্বল বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কাসেম শিক্ষা ও শিক্ষক বান্ধব দরদী শিক্ষাবিদ আবুল কাসেম জেলার প্রাথমিক শিক্ষার উন্নয়নে ছিলেন অগ্রগামী এই মহান মানুষটি বেজোরাইট প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় ও উন্নয়নে গর্বিত ভূমিকা রাখেন এমন কথা অবলিলায় স্বীকার করলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান সহ অন্যান্য শিক্ষকরা। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন হতে প্রধান শিক্ষকের দায়িত্বপালন শেষে শিক্ষাবিদ এলাকার কৃতিসন্তান মোঃ আনিছুর রহমান বাস্তবতার নিরিখে অবসর নিলেন। ১৯৬২ সালে তের নভেম্বর শিক্ষাবিদ মোঃ আনিছুর রহমান বেজোরআইট গ্রামে জন্ম গ্রহন করেন। পিতা মৃত জামাল উদ্দীন গাজীর বড় পুত্র শিক্ষাবিদ মো: পিয়ার আলী গাজীর স্নেহ ধন্য এবং আদরের ভোট ভাই আনিছুর রহমানকে সফল করনে এবং বিদ্যালয়ের উন্নয়নে প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই শিক্ষাবিদ পিয়ার আলীর ভূমিকা অসামান্য, অনবদ্য এমনটি জানান মো: আনিছুর রহমান। গতকাল বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ পিয়ার আলী। আনিছুর রহমান ১৯৮৭ সালে ১ জানুয়ারী তার বড় ভাই পিয়ার আলী সহ এলাকাবাসির সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন সেই থেকে ২০২১ সালের ১২ নভেম্বর তিনি একাগ্রতার সাথে প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য আসমুতুল্লাহ বিশেষ অতিথির বক্তৃতায় বলেন আনিছুর রহমান, মহিনুর রহমান ছিলেন বিদ্যালয়ের জন্য নিবেদিত। তাদেরকে বিদায় সম্বর্ধনা জানাতে পেরে বিদ্যালয়ের কমিটি ও প্রাক্তন ছাত্র সংসদ গর্বিত। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আ’লীগ নেতা ও শিক্ষাবিদ মো: আনিছুর রহমানের অপর সহদর জহিরুল আলম। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জাকিয়া খাতুন, স্বাগত বক্তব্য রাখেন কমিটির সভাপতি সুশান্ত কুমার মুখার্জী। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র আব্দুর রহমান, মাছুম বিল্লাহ প্রমুখ। বিদায়ী আয়োজনের অনুষ্ঠান সঞ্চালনা করেন সালাহউদ্দীন আহমেদ। বিদায়ী সম্বর্ধিত অতিথি মো: আনিছুর রহমান বলেন আমার জীবনের শ্রেষ্ঠ সময় বেজোরআইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ব্যয় করেছি আর সেটার জন্য আমি গর্বিত, আনন্দিত, উচ্ছ্বাসিত। আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ পাওনা ও অর্জন এই বিদ্যালয়ের শিক্ষকতা। আমি বর্তমানে অবসরে কিন্তু মনন, মেধা, মানসিকতা, অস্থি, মর্জা অনুভব আগে সর্বদা বিদ্যালয়ে যেন আমি উপস্থিত। তিনি অশ্র“সিক্ত নয়নে যখন বক্তব্য রাখছিলেন তখন উপস্থিত সকলেই অশ্র“সিক্ত হয়ে পড়েন। আনিছুর রহমান তার শ্রদ্ধেয় বড় ভাই শিক্ষাবিদ মোঃ পিয়ার আলী গাজীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার বড় ভাই আমার পথ চলায় শক্তি, সাহস ও অনুপ্রেরনা যুগিয়েছে। অপর বিদায়ী শিক্ষক মহিনুর রহমান ও ছিলেন বিদ্যালয়ের জন্য নিবেদিত। বিদায়ী সম্বর্ধনায় বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসি উপস্থিত ছিলেন।