আটুলিয়া প্রতিনিধি \ শত শত মানুষের অস্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত হলেন শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এম শামসুল হক। তিনি গত ১৭ জানুয়ারি রাত ১০টা ১৫মিনিটে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। গত কাল বুধবার জোহর নামাজ বাদ তার নিজ হাতে গড়া নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উক্ত জানাযা নামাজে তার শত শত ছাত্র-ছাত্রী, শিক্ষক, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।