খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নিয়োগ
খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম-কে আগামী ০৪ (চার) বছরের মেয়াদে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদানে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের মাননীয় চ্যান্সেলর সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোঃ মাহমুদ আলম-কে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। উপাচার্য নিয়োগের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে অত্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। -প্রেস বিজ্ঞপ্তি