বুধবার, ২১ মে ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

প্রবাসীদের পাঠানো অর্থ এবং দেশের অর্থনীতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ বহুবিধ বিষয়ে বিশ্ব ব্যবস্থায় তথা আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ সম্মান এবং মর্যাদা অর্জন করেছে। বিশ্বের দেশে দেশে লাল সবুজের বাংলাদেশের অর্থনৈতিক উপার্জন ও নির্ভরতার ক্ষেত্র হিসেবে বিবেচিত ও চিহিৃত হচ্ছে প্রবাসীরা। বহু দেশে আমাদের প্রবাসীদের অর্থনৈতিক ভাবে সুসংহত এবং সমৃদ্ধ। প্রবাসে অবস্থানরত প্রবাসীরা শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে চলেছে। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে কাঙ্খিত ভূমিকা পালন করে চলেছে। আমাদের দেশের অর্থনীতিতে সা¤প্রতিক বছর গুলোতে বৈদেশিক মুদ্রার প্রভাব ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে আর উক্ত বৈদেশিক মুদ্রার উপস্থিতির কারনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বহুগুন বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বর্তমান সময়ে অর্থনৈতিক সমৃদ্ধি আর উন্নয়নের বিশেষ ক্ষেত্র বিবেচিত। আমাদের দেশের প্রবাসীরা দীর্ঘদিন যাবৎ কেবল অর্থনৈতিক উপার্জনে কাজ করছে তা নয়, বিশ্বের দেশে দেশে আমাদের প্রবাসীরা বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য এবং অসাধারন ভূমিকা পালন করে চলেছে। বিশেষ করে চিকিৎসা, প্রকৌশলী, তথ্য প্রযুক্তিতে ও শ্রমে আমাদের দেশের প্রবাসীরা নিরলস ভাবে কাজ করছে। দেশে আত্মীয় স্বজন রেখে প্রবাসীরা দিনের পর দিন, বছরের পর বছর বিশ্ব বিভূইয়ে অবস্থান করে অর্থ উপার্জন করছে। উক্ত উপার্জিত অর্থ দেশে পাঠানো পরবর্তি পরিবারের অর্থনৈতিক দুর্ভোগ কমার পাশাপাশি দেশের অর্থনীতিতে কাঙ্খিত ও যথাযথ ভূমিকা পালন করে চলেছে। যতই দিন যাচ্ছে ততোই আমাদের দেশের অর্থনীতি পরিবর্তন, পরিবর্ধন হয়ে বিশেষ ভাবে উচ্চতায় পৌছাচ্ছে। বাস্তবতা হলো দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের মহাক্ষেত্র হিসেবে বিবেচিত প্রবাসীদের পাঠানো অর্থ কাঙ্খিত। আমাদের প্রবাসীরা বিদেশের মাটিতে অবস্থানে কর্তৃপক্ষের যথাযথ সহযোগিতা পাবেন এমন প্রত্যাশা প্রবাসীদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com