এফএনএস: প্রবাসী আয় পাঠানোর সময় আর কোনো প্রশ্ন করবে না এক্সচেঞ্জ হাউজগুলো। শুধু তা-ই নয়, এখন থেকে যেকোনও অঙ্কের প্রবাসী আয়ের বিপরীতে মিলবে আড়াই শতাংশ হারে নগদ প্রণোদনা। এ ব্যাপারে গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। নতুন সিদ্ধান্তের ফলে বিদেশ থেকে অবাধে টাকা আনতে বাধা নেই। এ নিয়ে বিদেশেও কেউ প্রশ্ন করবে না, দেশেও করবে না। এতদিন ৫ হাজার ডলার বা ৫ লাখ টাকার বেশি আয় পাঠাতে আয়ের নথিপত্র জমা দিতে হতো। এতে বেশি পরিমাণ অর্থ পাঠাতে পারতেন না বিদেশে থাকা বাংলাদেশিরা। সার্কুলারে বলা হয়েছে, ৫ হাজার ডলার অথবা ৫ লাখ টাকার বেশি প্রবাসী আয়ের ক্ষেত্রে প্রণোদনা প্রদানে রেমিটারের কাগজপত্র বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজ থেকে প্রেরণের বাধ্যবাধকতা আছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে রেমিট্যান্স প্রণোদনা প্রদানে রেমিটারের কাগজপত্র ছাড়াই আড়াই শতাংশ হারে নগদ প্রণোদনা প্রযোজ্য হবে।