এফএনএস: ঘন কুয়াশায় ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে গতকাল সোমবার ভোরে কুচিয়ামোড়া এলাকায় কভার্ডভ্যানের সঙ্গে প্রাইভেটকার সংঘর্ষে পান্না বনিক (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। তারা হলেন— প্রাইভেটকারের আরোহী শিল্পী ঘোষ, দীপ্ত বনিক, ঈশিতা ঘোষ ও নিহত পান্নার ১৩ মাসের শিশু ও কভার্ড ভ্যানের চালক মাহফুজ। নিহত পান্না বনিক কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার খোকন রায়ের স্ত্রী। তারা কিশোরগঞ্জ থেকে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। হাঁসাড়া হাইওয়ে পুলিশের এসআই আতিকুর রহমান জানান, গতকাল সোমবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশায় কারণে পণ্যবাহী কভার্ডভ্যান একটি প্রাইভেটকারকে পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকার আরোহী ওই নারী নিহত হয়। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানায় শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক ক্যামেলিয়া সরকার জানান, সকালে সড়ক দুর্ঘটনায় ছয় জনকে নিয়ে এলে এর মধ্যে পান্না বনিক নামের একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ হাঁসাড়া হাইওয়ে থানার পাঠানো হয়েছে।