ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১৭৩ রানের বিশাল জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করতে নেমে নাঈম শেখের ১২৫ বলে ১৭৬ রানের ঝড়ো ইনিংসের সুবাদে রেকর্ডগড়া ৪২২ রানের পুঁজি দাঁড় করায় প্রাইম ব্যাংক। জবাবে ব্রাদার্স থেমেছে ২৪৯ রান করে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ব্রাদার্স। দুই ওপেনার নাঈম শেখ এবং সাব্বির হোসেনের ব্যাটে ভালো শুরু পায় প্রাইম ব্যাংক। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছে প্রাইম ব্যাংকের ইনিংস। উদ্বোধনী জুটি থেকে এসেছে ১৪০ রান। ফিফটি পেয়েছেন দুজনই। আগ্রাসী ব্যাটিংয়ে ৬৩ বলে ৭৩ রানের ইনিংস খেলে বিদায় নেন সাব্বির হোসেন। এরপর নাঈমের সাথে যোগ দেন জাকির হাসান। দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকেন নাঈম শেখ। ছুটছিলেন সেঞ্চুরির দিকে। দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে শতকটা ছুঁয়ে ফেলেন নাঈম। অধিনায়ক জাকির দলের ২২৬ রানের মাথায় আউট হয়েছেন, খেলেছেন ২৯ বলে ২৬ রানের ইনিংস। এরপর শাহাদাত হোসেন দিপু সুবিধা করতে পারেননি। ৭ বলে ৩ রান করে বিদায় নেন দিপু। এরপর শামীম হোসেন পাটোয়ারী ক্রিজে এসে খেলেছেন ৮ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস। অন্যদিকে নাঈম শেখ ১৫০ পেরিয়ে যান। দোর্দন্ড প্রতাপে ছুটতে থাকেন ডাবল সেঞ্চুরির দিকে। মনে হচ্ছিল, ডাবলটা বুঝি পেয়েই যাবেন। তবে শেষমেশ তা আর হয়নি। ১২৫ বলে ১৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের ৩১০ রানের মাথায় বিদায় নেন নাঈম। শেষ দিকে ভালো একটি জুটি গড়েন আব্দুল্লাহ আল মামুন এবং সাজ্জাদুল হক রিপন। ২২ বলে ৪০ রান করেন মামুল। রিপন ৩৭ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া ৮ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন রিশাদ হোসেন। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ৪২২ রানের বিশাল পুঁজি দাঁড় করায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্রাদার্সের হয়ে ৩ উইকেট নিয়েছেন আল—আমিন হোসেন। ২ উইকেট তুলেছেন সালাউদ্দিন শাকিল। ১টি করে উইকেট নেন সোহাগ গাজী, মাইশুকুর রহমান এবং অলোক কাপালি। জবাব দিতে নেমে দেখেশুনে আগাতে থাকে ব্রাদার্স। দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন এবং ইমতিয়াজ হোসেনের জুটি থেকে আসে ২৯ রান। ৮ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান ইমতিয়াজ। তিনে নেমে ১০ বলে ৯ রান করেছেন মিজানুর রহমান। রবিনও সুবিধা করতে পারেননি। ৩৮ বলে ২৯ রানের ইনিংস খেলে বিদায় নেন রবিন। এরপর এক প্রান্ত আগলে রেখে খেলেছেন আইচ মোল্লাহ। শুরুতে আইচকে সঙ্গ দিয়েছেন মাইশুকুর। তবে বেশিক্ষণ টেকেননি তিনি। ৪৮ বলে ৩৪ রান করে বিদায় নেন তিনি। সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন আইচ। আরেক প্রান্তে ব্যাটারদের আসা—যাওয়ার মিছিল চলছিল। মাঝে অলক কাপালি নেমে বেধড়ক পিটুনি শুরু করেন। ১৭ বলে ৩০ রান করে বিদায় নেন অলক। ফিফটি হাঁকিয়ে ছুটতে থাকেন আইচ। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। বাকিরা তেমন সঙ্গ দিতে না পারায় ম্যাচে হারটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ব্রাদার্স ইউনিয়নের। তবুও টিকে ছিল আইচের সেঞ্চুরির আশা। খুব কাছে গিয়েও তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা ছুঁতে পারেননি আইচ। দলের ২৪৯ রানের মাথাতে ১১০ বলে ৯৬ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। ১৭৩ রানের বিশাল জয় তুলে নেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংকের হয়ে ৩ উইকেট তুলেছেন রিশাদ হোসেন। ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ এবং শামীম হোসেন পাটোয়ারী।