বাংলাদেশ দূর্যোগ প্রবন এলাকা হিসেবে বিবেচিত। বিশ্বের মধ্যে আমাদের দেশ একমাত্র দেশ যে দেশটির উপর দিয়ে প্রতি বছর কোন না কোন প্রাকৃতিক দূর্যোগ হানা দিয়ে জান মালের ব্যাপক ক্ষতি করে থাকে। বাংলাদেশ বঙ্গোপসাগরের উপকুলের দেশ এবং এ দেশের লাগোয়া অনন্য অসাধারন সুন্দরবন। বঙ্গোপসাগর প্রাকৃতিক দূর্যোগ এবং দূর্বিপাকের কারন হিসেবে বিবেচিত হলেও সুন্দরবন আমাদেরকে বারবার প্রতিনিয়ত প্রকৃতির রুদ্ররোষ হতে রক্ষা করে থাকে। নিকট অতীতের আইলা, সিডর, বুলবুল, আম্ফান দেশকে ভয়াবহ দূর্যোগের মুখে ফেলতে পারতো কিন্তু সুন্দরবনের অনবদ্য উপস্থিতি সেই ক্ষয়ক্ষতিকে হ্রাস করেছে। গত দুই দিন যাবৎ আকাশের পরিস্থিতি স্বাভাবিক নয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপে আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি সহ মুষল ধারে বৃষ্টিপাত হচ্ছে। অতীতে বারবার দেখা গেছে ভয়াবহ ঘূর্ণিঝড় বা জ্বলোচ্ছ্বাস। দেশের উপকুলীয় জেলা হিসেবে সাতক্ষীরার যেমন পরিচিতির শেষ নেই অনুুরুপ ভাবে উপকুলীয় জেলা বারবার জ্বলোচ্ছ্বাস সহ ঘূর্ণিঝড় হয়। আমাদের; সুন্দরবন দেশের উপকুলীয় এলাকা তথা উপকুলীয় এলাকার জনসাধারনকে রক্ষা করে চলেছে। গত কয়েকদিনে আকাশের অবস্থা অনুকুলে না থাকায় জনসাধারনের মাঝে ঘূর্ণিঝড় বা জ্বলোচ্ছ্বাস আতঙ্ক বিরাজ করছে। আর তাই আতঙ্ক বা অস্থিরতা নয়, প্রস্তুতি নিতে হবে। প্রাকৃতিক দূর্যোগ এবং দূর্বিপাককে প্রতিরোধ করা না গেলেও মোকাবিলা করা সম্ভব বাংলা মাসের শেষ ভাদ্রে বৃষ্টিপাতের যে ধারাবাহিকতা তা আগামী কয়েকদিন চলমান থাকতে পারে। অধিক পরিমান বৃষ্টিপাত ও হতে পারে আর তাই সর্বাত্মক প্রস্তুতির মাধ্যমে সব ধরনের প্রতিকুল পরিবেশ সামাল দিতে হবে।