বাংলাদেশ ছয় ঋতুর দেশ আবহমানকাল যাবৎ আমাদের দেশের জনসাধারন ছয় ঋতুর সাথে যেমন পরিচিত অনুরুপ ঋতু বৈচিত্রতায় দেশবাসি অন্তভূক্ত। কিন্তু সা¤প্রতিক বছর গুলোতে আমাদের দেশের ছয় ঋতু, চির চেনা সেই ছয় ঋতু পরিবর্তন এবং পরিবর্ধন ঘটেছে যে কারনে আবহাওয়ায় বিশেষ ছন্দ পতন ঘটেছে। প্রাকৃতিক দূর্যোগ এবং দুর্বিপাক মূলতঃ প্রকৃতির বিষয়াবলী আমাদের দেশ বহুকাল যাবৎ প্রকৃতির হিংস্রতায় বিপন্ন। তবে প্রাকৃতিক দূর্যোগ দুর্বিপাক ছিল সময়ে সময়ে অর্থাৎ কোন কোন বছর কিন্তু গত কয়েক বছর যাবৎ প্রকৃতির হিংস্রতা এবং রুদ্ররোষ বইছে। ঋতু পরিবর্তনের কারন হেতু তেমন অবস্থা যে কারনে এই মুহুর্তে সর্বাধিক প্রয়োজন ঋতু পরিবর্তনের ঘাটতি পুরন করা তথা ঋতু পরিবর্তন রোধ করা। আন্তর্জাতিক বিশ্ব বর্তমান সময়ে বাংলাদেশ যেমন প্রাকৃতিক দূর্যোগের দেশ হিসেবে পরিচিত অনুরুপ ভাবে আমাদের দেশ প্রাকৃতিক দূর্যোগ দুর্বিপাককে পরাস্থ এবং মোকাবিলা করার সক্ষমতা রাখে সেটাও বিশেষ ভাবে সমাদৃত, বর্তমান বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিন্মচাপের সৃষ্টি পরবর্তি অশনি নাম ধারন করে আমাদের দেশে আঘাত হানতে পারে যে কারনে দেশব্যাপী ব্যাপক সতর্কতা ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। সাতক্ষীরার বাস্তবতায় দূর্যোগ প্রস্তুতি চোখে পড়ার মত। প্রকৃতির নিষ্ঠুরতাকে মোকাবিলা করি যথাযথ প্রস্তুতি গ্রহন করি এটাই আমাদের প্রচেষ্টা হোক।